পুনরুত্থান মানেই ক্রুশ - ৩য় দিন / ৮দিনের


"পুনরুত্থান মানেই ক্রুশ" - ভিডিও পরিকল্পনার ৩য় দিন / ৮ দিনের
 


 

পুনরুত্থানের চলচ্চিত্র - বাংলা - ৩য় খণ্ড / ৮টির

বাইবেলের পাঠ সমূহঃ

১ম পাঠ: মার্ক ১৪:১-২

1উদ্ধার-পর্ব ও খামিহীন রুটির পর্বের তখন মাত্র আর দু’দিন বাকী। প্রধান পুরোহিতেরা ও ধর্ম-শিক্ষকেরা গোপনে যীশুকে ধরে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন। 2তাঁরা বললেন, “পর্বের সময়ে নয়; লোকদের মধ্যে গোলমাল হতে পারে।”

২য় পাঠ: মার্ক ১৪:১০-১১

10এর পর যিহূদা ইষ্কারিয়োৎ নামে সেই বারোজন শিষ্যের মধ্যে একজন যীশুকে ধরিয়ে দেবার জন্য প্রধান পুরোহিতদের কাছে গেল। 11পুরোহিতেরা যিহূদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে কথা দিলেন। তখন যিহূদা যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগ খুঁজতে লাগল।

৩য় পাঠ: মার্ক ১৪:১৬-২৬

16তখন শিষ্যেরা গিয়ে শহরে ঢুকলেন, আর যীশু যেমন বলেছিলেন সব কিছু তেমনই দেখতে পেলেন এবং উদ্ধার-পর্বের ভোজ প্রস্তুত করলেন। 17সন্ধ্যা হলে পর যীশু সেই বারোজনকে নিয়ে সেখানে গেলেন। 18তাঁরা যখন বসে খাচ্ছিলেন তখন যীশু বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে, আর সে আমার সংগে খাচ্ছে।”
19শিষ্যেরা দুঃখিত হলেন এবং একজনের পরে আর একজন বলতে লাগলেন, “সে কি আমি, প্রভু?”
20যীশু তাঁদের বললেন, “সে এই বারোজনের মধ্যে একজন, যে আমার সংগে পাত্রের মধ্যে রুটি ডুবাচ্ছে। 21মনুষ্যপুত্রের মৃত্যুর বিষয়ে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তিনি সেভাবেই মারা যাবেন বটে, কিন্তু হায় সেই লোক, যে তাঁকে ধরিয়ে দেয়! সেই লোকের জন্ম না হলেই বরং তার পক্ষে ভাল হত।”
22খাওয়া-দাওয়া চলছে, এমন সময় যীশু রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা টুকরা টুকরা করে শিষ্যদের হাতে দিয়ে বললেন, “এই নাও, এটা আমার দেহ।”
23তারপর তিনি পেয়ালা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং শিষ্যদের দিলেন। তাঁরা সবাই সেই পেয়ালা থেকে খেলেন। 24তখন যীশু তাঁদের বললেন, “এ আমার রক্ত যা অনেকের জন্য দেওয়া হবে। মানুষের জন্য ঈশ্বরের নতুন ব্যবস্থা আমার এই রক্তের দ্বারাই বহাল করা হবে। 25তোমাদের সত্যি বলছি, যতদিন আমি ঈশ্বরের রাজ্যে আংগুর ফলের রস আবার নতুন ভাবে না খাই ততদিন পর্যন্ত আর আমি তা খাব না।”
26এর পরে তাঁরা একটা গান গেয়ে বের হয়ে জৈতুন পাহাড়ে গেলেন।


 


GF SS

আপনার ভাষায় একটি সম্পূর্ণ সুসমাচার চলচ্চিত্র দেখুন এবং যীশুর জীবনকে গভীরভাবে অনুভব করুন।


SMV

ঈশ্বরের বাক্যের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করতে অডিও বাইবেল প্রতিযোগিতা, অনলাইন বাইবেল অধ্যয়ন দল, এবং বাইবেলের পদ মুখস্থ প্রতিযোগিতার মতো উত্তেজনাপূর্ণ ডিজিটাল ধর্মগ্রন্থ চর্চায় অংশ নিন।


পবিত্র বাইবেল (Holy Bible) BBS

বাংলাদেশে বিভিন্ন ভাষায় আমাদের বিনামূল্যের বাইবেল অ্যাপ ব্যবহার করে ঈশ্বরের বাক্য পড়ুন, শুনুন, দেখুন এবং ধ্যান করুন। আশীর্বাদিত হোন! 🙏📖🎧📺

শেয়ার করুন

আপনাদের উৎসাহ আমাদের কাছে মূল্যবান

আপনার গল্পগুলি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে।