বাইবেলের পদ মুখস্থ (নতুন নিয়ম)
Scripture Memory Verse (SMV)

পরিকল্পনার মধ্য দিয়ে বাইবেলের নতুন নিয়মের শক্তিশালী ১০০টি পদ মুখস্থ করার জন্য নিজেকে প্রস্তুত করুন! এই পরিকল্পনাটি আপনাকে নির্দেশিত পাঠের মাধ্যমে ঈশ্বরের বাক্য গভীরভাবে অনুধাবন করতে এবং অ্যাপের অডিও সুবিধা ব্যবহার করে ১০ দিনের মধ্যে বাইবেলের পদগুলো শুনতে ও মুখস্থ করতে সাহায্য করবে। আপনার জ্ঞান গভীর করার, আপনার বিশ্বাসকে শক্তিশালী করার এবং এই অনুপ্রেরণামূলক যাত্রায় অন্যদের সাথে অংশগ্রহণ করার এই অপূর্ব সুযোগটি হারাবেন না! আজিই YouVersion বাইবেল অ্যাপ সাথে এই পরিকল্পনায় যোগ দিন.
এছাড়াও বাংলায় আরো বাইবেলের পরিকল্পনা সম্পর্কে জানতে Faith Comes By Hearing- কে ফলো দিয়ে পাশে থাকুন...
৯ ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তানরূপে পরিচিত হবে। | ১৪ তোমরা জগতের আলো, পাহাড়ের ওপরে কোন শহর, যা কখনও লুকানো যায় না। | ১৬ তেমনি তোমাদের আলোও লোকদের সামনে উজ্জ্বল হোক্, যেন তারা তোমাদের সৎকাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। | ৩৩ তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তাঁর ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা কর, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। | ১৪ তখন যীশু তাদের বললেন, “ছোট ছোট ছেলেমেয়েদের বাধা দিও না, ওদের আমার কাছে আসতে নিষেধ করো না; এদের মতো লোকদের জন্যই তো স্বর্গরাজ্য।” | ২৮ তোমরা যারা শ্রান্ত-ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব। | ৭ চাইতে থাক, তোমাদের দেওয়া হবে। খুঁজতে থাক, পাবে। দরজায় ধাক্কা দিতে থাক, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। | ৩৭ যীশু তাঁকে বললেন, “‘তোমার সমস্ত অন্তর ও তোমার সমস্ত প্রাণ ও মন দিয়ে তুমি তোমার প্রভু ঈশ্বরকে ভালবাসবে।’ ৩৮ এটিই হচ্ছে সর্বপ্রথম ও মহান আদেশ। | ৩৯ আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ, ‘তুমি নিজেকে যেমন ভালবাস, তেমনি তোমার প্রতিবেশীকেও ভালবাসবে।’ | ১৯ তাই তোমরা যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য কর। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও।