পুনরুত্থান মানেই ক্রুশ - ১ম দিন / ৮দিনের


"পুনরুত্থান মানেই ক্রুশ" - ভিডিও পরিকল্পনার ১ম দিন / ৮ দিনের
 


 

পুনরুত্থানের চলচ্চিত্র - বাংলা - ১ম খণ্ড / ৮টির

বাইবেলের পাঠ সমূহঃ

১ম পাঠ: যোহন ১:১-৫

1প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সংগে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। 2আর প্রথমেই তিনি ঈশ্বরের সংগে ছিলেন। 3সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোন কিছুই তাঁকে ছাড়া সৃষ্ট হয় নি। 4তাঁর মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো। 5সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারে নি।

২য় পাঠ: যোহন ৩:১৬-২১

16“ঈশ্বর মানুষকে এত ভালবাসলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তাঁর পুত্রকে জগতে পাঠান নি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেইজন্য তিনি তাঁকে পাঠিয়েছেন। 18যে সেই পুত্রের উপরে বিশ্বাস করে তার কোন বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করে নি। 19তাকে দোষী বলে স্থির করা হয়েছে কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশী ভালবেসেছে। 20যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে। তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না। 21কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে যেন তার কাজগুলো যে ঈশ্বরের ইচ্ছামত করা হয়েছে তা প্রকাশ পায়।”


 


GF SS

আপনার ভাষায় একটি সম্পূর্ণ সুসমাচার চলচ্চিত্র দেখুন এবং যীশুর জীবনকে গভীরভাবে অনুভব করুন।


SMV

ঈশ্বরের বাক্যের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করতে অডিও বাইবেল প্রতিযোগিতা, অনলাইন বাইবেল অধ্যয়ন দল, এবং বাইবেলের পদ মুখস্থ প্রতিযোগিতার মতো উত্তেজনাপূর্ণ ডিজিটাল ধর্মগ্রন্থ চর্চায় অংশ নিন।


পবিত্র বাইবেল (Holy Bible) BBS

বাংলাদেশে বিভিন্ন ভাষায় আমাদের বিনামূল্যের বাইবেল অ্যাপ ব্যবহার করে ঈশ্বরের বাক্য পড়ুন, শুনুন, দেখুন এবং ধ্যান করুন। আশীর্বাদিত হোন! 🙏📖🎧📺

শেয়ার করুন

আপনাদের উৎসাহ আমাদের কাছে মূল্যবান

আপনার গল্পগুলি এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করে।